একদা ঈশ্বর ‘খাদ্য ও ক্ষুধা নিয়ে’ পৃথিবীর বুকে খুঁজতে লাগলেন কাকে তা দেয়া যায়। শহরের এ প্রান্তে মস্ত এক ধনী বাস করতেন। ঈশ্বর তাকে জিজ্ঞেস করলেন,” মহোদয়, আমার কাছে খাদ্য ও ক্ষুধা রয়েছে; আপনি কোনটা নিতে চান?” ধনী ব্যক্তিটির খাবারের কোনও অভাব ছিল না; তিনি চিন্তা না করে ‘ক্ষুধা’ নিলেন এবং তৃপ্তি সহকারে খাদ্য গ্রহণ […]