একদা ঈশ্বর ‘খাদ্য ও ক্ষুধা নিয়ে’ পৃথিবীর বুকে খুঁজতে লাগলেন কাকে তা দেয়া যায়।
শহরের এ প্রান্তে মস্ত এক ধনী বাস করতেন। ঈশ্বর তাকে জিজ্ঞেস করলেন,” মহোদয়, আমার কাছে খাদ্য ও ক্ষুধা রয়েছে; আপনি কোনটা নিতে চান?” ধনী ব্যক্তিটির খাবারের কোনও অভাব ছিল না; তিনি চিন্তা না করে ‘ক্ষুধা’ নিলেন এবং তৃপ্তি সহকারে খাদ্য গ্রহণ করতে লাগলেন।
অতঃপর ঈশ্বর গেলেন শহরের অন্যপ্রান্তে একজন ভিক্ষুকের কাছে এবং তাকেও একই প্রশ্ন করলেন। তার প্রচণ্ড ক্ষুধা ছিল কিন্তু খাবার ছিল না; সুতরাং তিনি খাবার চাইলেন। ঈশ্বর তাকে খাবার দিলেন এবং প্রস্থান করলেন।
এরপর একসময় ধনী বাক্তিটি ক্ষুধা নিবারণের জন্যে খাবার খুঁজতে লাগলো আর ভিক্ষুকটি খাওয়ার জন্যে ক্ষুধা।
০৫-০৭-২০১৭