সুখ ও দুঃখ

একদা এক দুখী লোক ঈশ্বরের নিকট প্রার্থনা করলেন-­­ ‘হে ঈশ্বর আমাকে সুখ দাও, আমি সুখী হতে চাই।’ তার দুঃখ আরও বেড়ে গেল। দুঃখভারাক্রান্ত লোকটি এখন পুনঃপুনঃবার প্রার্থনা করতে লাগলো- ‘হে ঈশ্বর এতো দুঃখ আমি সইতে পারছি না, এই দুর্দশা থেকে আমাকে পরিত্রাণ দাও।’

ঈশ্বর তার দুঃখ কমায়ে আবার পূর্বের মত করে দিলেন। লোকটি কৃতজ্ঞচিত্তে ঈশ্বরকে ধন্যবাদ দিলো- ‘হে ঈশ্বর আমাকে সুখী করার জন্যে অনেক অনেক ধন্যবাদ।’

১৩-০৭-২০১৭

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *